‘ডি ড্রামা ধামাকা’ ইউটিউব চ্যানেলে মোশারফ করিম ও চঞ্চল চৌধুরী

0
466

খবর ৭১: ইউটিউব বেশ জনপ্রিয় একটি মাধ্যম। খুব সহজেই কনটেন্ট আপলোড করে আয় করা যায় এর থেকে। বর্তমানে ইউটিউব নিয়ে মাতামাতি করছে পুরো বিশ্ব, পিছিয়ে নেই বাংলাদেশও।

বাংলাদেশের অন্যতম ড্রামা-নির্ভর ইউটিউব চ্যানেল ‘ডি ড্রামা ধামাকা’ সম্প্রীতি পার করেছে ১ লাখ সাবস্ক্রাইবারস। বেশ কিছু জনপ্রিয় নাটক রয়েছে এই চ্যানেলটিতে যার মধ্যে, মোশারফ করিম এর পাওয়ার ফুল ও জামাই-শ্বশুর অন্যতম। তাছাড়া রয়েছে জাহিদ হাসান, মীর সাব্বির, অপূর্বদের অন্যতম নাটক সমূহ।

এই চ্যানেলটির সার্বিক তত্বাবধান করছে বঙ্গ এমসিএন, ১ কোটির সাবস্ক্রাইবার এর এই নেটওয়ার্কে অন্তর্ভুক্ত ১৬৫-টি চ্যানেল রয়েছে। এর মধ্যে ‘সালমান দা ব্রাউন ফিশ’, ‘ভাই ব্রাদার্স লিমিটেড’, ‘গান ফ্রেন্ডস’, ‘ম্যাংগো স্কোয়াড’ অন্যতম। আসছে ঈদে , আরো নতুন ৪টি নাটক কনটেন্ট হিসেবে পাওয়া যাবে। ‘ডি ড্রামা ধামাকা’ চ্যানেলে নাটক গুলো হচ্ছে- স্পেশাল গেস্ট, মফিজ কোট, যন্ত্রমানব ও দেখা হলে দুজনে যাতে যথাক্রমে অভিনয় করেছেন ইরেশ জাকের, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী , রোমানা, মিমসহ অনেকে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here