উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের মৎস্য প্রেমিক পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম মৎস্য খামার পরিদর্শন করেছেন। শনিবার (২ জুন) সকাল ১১টায় নিজ সহধর্মিনী নাহিদা চৌধুরী সুমি ও দুই সন্তানকে সাথে নিয়ে তিনি এ পরিদর্শনে বের হন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার সাবেক মেয়র খান মোঃ কবির হোসেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা প্রমুখ। নড়াইল জেলার সদর উপজেলাধীন বাঁশভিটা গ্রামে খান মোঃ কবির হোসেনের ১০০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত আমের বাগান, মৌমাছির খামার ও মৎস্য খামার সপরিবারে পরিদর্শন করেন নড়াইলের মৎস্য প্রেমিক পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। পরিবারের সদস্যদের নিয়ে নির্মল পরিবেশে সকল খামারগুলো সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় তাঁর স্ত্রী-সন্তানরাও স্বতঃস্ফূর্তভাবে পরিদর্শনে অংশগ্রহণ করেন। বিভিন্ন খামারে গিয়ে সেখানকার কার্যক্রমগুলো খুব কাছ থেকে দেখতে পেরে খুবই আনন্দিত হয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। খামারের মালিক ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র খান মোঃ কবির হোসেন এ বিষয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলের বর্তমান এসপি স্যার একজন প্রকৃতি ও মৎস্যপ্রেমিক মানুষ। এটা জেনে আমি তাঁকে আমার খামার পরিদর্শনের জন্য নিমন্ত্রণ করি। খুবই আনন্দের সাথে তিনি নিমন্ত্রণ গ্রহণ করেন এবং আমার খামারের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। খামার পরিদর্শনে এসে নির্মল পরিবেশের ছোঁয়ায় তাঁর স্ত্রী-সন্তানরাও আনন্দ লাভে সক্ষম হয়েছে। এদিকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এ বিষয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, প্রকৃতির ব্যাপারে আমি খুবই স্পর্শকাতর। প্রাকৃতিক পরিবেশের ছোঁয়ায় হারিয়ে যেতে পারলে আমি খুবই আনন্দ পাই। তাই কাজের অবসর পেলে ছুটে যাই প্রকৃতির কোলে। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলায় অবস্থিত এমন মৌমাছি ও মৎস্য সম্পদে পরিপূর্ণ এই প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া পেতে বিলম্ব না করে পরিদর্শন করলাম। সেখানকার পরিবেশ তাঁর কাছে অনেক ভালো লেগেছে বলেও তিনি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।
খবর ৭১/ইঃ