ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : শনিবার সেহ্রী খাওয়ার পর নামাজ পড়তে মসজিদে যাবার পথে পিকআপ গাড়ির চাপায় এক বৃদ্ধা মুসল্লির মৃত্যু হয়েছে।
ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কের চকরাধাকানাই মসজিদ সংলগ্ন স্থানে ফজরের নামাজের পূর্বে পিছন দিক থেকে একটি নম্বরবিহীন পিকআপ চাপা দিলে আঃ মালেক (৬৫) নামের এক মুসল্লির ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা পিকআপটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত আঃ মালেক চকরাধাকানাই গ্রামের মৃত বাবর আলীর পুত্র বলে জানান অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম।
খবর৭১/এস: