প্রতিবন্ধীরাও আমাদের মত সকল সুযোগ পাওয়ার দাবিদার—-এমপি শেখ আফিল উদ্দিন

0
412

জাহিরুল ইসলাম মিলন।।জেলা প্রতিনিধিঃ
আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, আমাদের মত সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে প্রতিবন্ধীদের। তারাও আমাদের মত মানূষ, তারা আমাদের ভাই বোন স্বজন অথবা নিকটাত্বীয়। আমাদের যেমন সমাজে অধিকার রয়েছে, তাদেরও রয়েছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের সামাজিক, অর্থনেতিক, শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করছেন। যার সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছে তারা। প্রতিটা উপজেলা তাদেও জন্য খোলা হচ্ছে প্রাথমিক বিধ্যালয় ও থেরাপি সেন্টার। দেশের জনগন জানেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী কন্যা পুতুল অটিজমের পরে কাজ শুরু করেছেন। যা বিশ্ব দরবারে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শনিবার সকালে ১০নং শার্শা ইউনিয়ন পরিষদ চত্তরে প্রতিবন্ধীদের জন্য প্রাথমিক বিদ্যালয় ও থেরাপি সন্টারের উদ্বোধনকালে তিনি এ কতা বলেন।

উপজেলা প্রতিবন্ধী কল্যান সংস্থার সভাপতি আবু বক্করের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, জেলা সমাজ সেবা উপ-পরিচালক অসিত কুমার শাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ সালেহ আহমেদ মিন্টু, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, ১০নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহারাব হোসেন, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোরাদ হোসেন, যুবলীগ নেতা আজাদ, আনার হোসেন, মুক্তার হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সরদার, বাস্তহারা লীগ নেতা আবুল হোসেন, ইউপি সদস্য নাছিম রেজা, আব্দুল খালেক, মমিনুর রহমান, শিরিনা খাতুন প্রমুখ।

এর আগে প্রতিবন্ধীদের জন্য প্রাথমিক বিদ্যালয় ও থেরাপি স‌েন্টারের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here