নাইজেরিয়ান স্টাইকার এমেকা রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে মানবিক সাহায্যের আবেদন

0
421

মাগুরা প্রতিনিধি: রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন নাইজেরিয়ান কৃতি ফুটবল স্টাইকার এমেকা । তিনি ও তার সহযোগী নাইজেরিয়ান খেলোয়াড় স্ট্যান্ডলিং গতকাল শনিবার মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের রোহিঙ্গাদের নানা দিক নিয়ে আলোচনা করেন । নাইজেরিয়ান এই ফুটবল স্টাইকার এমেকা বলেন, বর্তমানে আমি ইউএসএ”র জুনিয়র ফুটবল দলের কোচ হিসেবে কাজ করছি । বিভিন্ন সংবাদ মিডিয়ার আমি যখন রোহিঙ্গাদের করুন দৃশ্য দেখি তখন আমার মন কেঁদে ওঠে প্রতিনিয়ত । কারণ আমি একজন মুসলিম । মুসলিম হিসেবে তাদের পাশে দাাঁড়ানো আমাদের একান্ত কর্তব্য । আমি ইউএসএ থেকে ভারত ,তারপর বেনাপোল হয়ে ঢাকা আবার সেখান চট্রগ্রাম গিয়ে কক্স্রবাজারের কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পে যায় । তিনি আরো জানান,রোহিঙ্গা ক্যাম্পে শুধু পুরুষের পাশাপাশি রয়েছে অসংখ্য নারী ও শিশু । যাদের দেখলে মনকেঁদে ওঠে । সেখানে চিকিৎসা সেবার অভাবে অনেক অসহায় অবস্থায় রয়েছে । তাদের সাহায্যের জন্য অনেক বিদেশী সংস্থা কাজ করছে । আমি ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের জন্য ৫ হাজার ফুটবল, ৮ হাজার টি-শার্ট ও ৮ হাজার মশারি প্রদান করেছি । তাদের সহযোগিতার জন্য তিনি আরো বলেন, যেহেতু আমি একজন ফুটবল খেলোয়াড় । আর ফুটবল হচ্ছে বড় শক্তি । ইতিমধ্যে আমি পৃথিবীর সব ফুটবল ফেডারেশন দলের সাথে তাদের সাহায্যের জন্য যোগোযোগ অব্যাহত রেখেছি । তারা যদি এগিয়ে আসে তাহলে রোহিঙ্গারা বাচঁবে । সংবাদ সম্মেলনে মাগুরা প্রেক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য , নাইজেরিয়ান ফুটবল স্টাইকার এমেকা ঢাকা মোহামেডান দলে হয়ে ১৯৮৭-৮৮ সালে ঢাকার মাঠ কাপিঁছেন । তিনি ঢাকা ফুটবললীগে দ্রুততম গোল করে সুনাম অর্জন করেছেন । তাছাড়া নাইজেরিয়ান দলের হয়ে ১৯৯৪ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলে অংশ নিয়েছেন ।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here