চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা ঘাতকসহ আটক ২

0
313

হবিগঞ্জ প্রতিনিধি : চুনারুঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আব্দুস সোবহান আবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত আবু মিয়া উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের মৃত আব্দুল­াহ মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ স‚ত্রে জানা যায়, আব্দুস সোবহান আবু মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই উপজেলার পাশ্ববর্তী ইছাকোটা গ্রামের সিজু মিয়ার ছেলে সুমন মিয়ার। প্রায় সময়ই তাদের মাঝে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার সকালে তাদের মাঝে কথার কাটাকাটি হয়। বিকেলে আব্দুস সোবহান আবু মিয়া সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ইছাকোটা গ্রামের পাশে আসলে প‚র্ব থেকে ওৎ পেতে থাকা সুমন মিয়া ফিকল দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার নায়ক সুমনকে আটক করে।চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, আবু মিয়া এবং সুমন মিয়ার মধ্যে প্রায় সময়ই তাদের মাঝে ঝগড়া বিবাদ হতো। শুক্রবার সকালে তাদের মাঝে কথার কাটাকাটি হলে এই ঘটনার জের ধরে বিকেলে সুমন মিয়া আবু মিয়াকে আঘাত করলে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক সুমনসহ দুইজনকে আটক করা হয়েছে
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here