টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

0
363

খবর ৭১: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শনিবার বেলা পৌনে ১১ টার দিকে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। এদিন সকাল ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

একদিনের এই সফরে আজ দুপুরেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী তাঁর আত্মীয় ও পরিচজনদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here