খবর৭১:মন্ত্রীসভায় আবারও রদবদলের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির শ্রম ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া নতুন করে সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছে।
দেশটির বাদশাহর ছেলে মোহাম্মদ বিন সালমানকে সিংহাসনের উত্তরসূরি হিসেবে নিয়োগ দেয়ার পর উপসাগরীয় দেশটিতে এটা দ্বিতীয় পুনর্বিন্যাস।
শ্রম ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রী হিসেবে ব্যবসায়ী আহমেদ বিন সুলাইমান আল রাজির নাম ঘোষণা করা হয়েছে। তিনি আলী বিন নাসের আল গাফিসের স্থলাভিষিক্ত হলেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
স্টেট নিউজ এজেন্সির (এসপিএ) এক খবরে বলা হয়েছে, দেশের শ্রম, ইসলামিক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীদের মধ্যে রদবদল আনা হয়েছে।
আগামী আগস্ট মাসে পবিত্র হজ পালনকে কেন্দ্র করে পবিত্র মক্কা নগরীতে একজন রাজ-কমিশন নিয়োগেরও ঘোষণা দেয়া হয়েছে। পবিত্র হজে সব ধরনের কার্যক্রমের নেতৃত্ব দেবেন প্রিন্স সালমান।
খবর৭১/জি: