খবর৭১:জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলি নাগরিকদের সুরক্ষা দেওয়া সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। আর এই প্রস্তাবের পক্ষে নিজের ভোট ছাড়া আর কোনো ভোট পায়নি যুক্তরাষ্ট্র।
ওই মার্কিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১১টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। রাশিয়া ও অন্য দুটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। প্রস্তাবের পক্ষে নিজের ভোট ছাড়া আর কোনো ভোট পায়নি যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রস্তাবে ইহুদিবাদী ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা দেওয়ার দাবি জানানো হয়। অতি সম্প্রতি অধিকৃত গাজার অন্তত ৩০টি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, গত ৩০ মার্চ থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনের বেসামরিক লোকেরা নিহত হচ্ছে। তা সত্ত্বেও ফিলিস্তিনিদের প্রতিরোধকে আগ্রাসন বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি বলেছেন, গাজা থেকে যে হামলা চালানো হচ্ছে তার জন্য ফিলিস্তিনের নেতাদের দায়ভার নিতে হবে।
তিনি মন্তব্য করেন, ওই অঞ্চলে শান্তির জন্য হামাস একটি বড় বাধা।
খবর৭১/জি: