সুপারস্টার সালমান খানকে প্রকাশ্যে পেটাতে ২ লাখ টাকা পুরস্কার

0
406

খবর৭১:বলিউডের দাবাংখ্যাত সুপারস্টার সালমান খানকে প্রকাশ্যে পেটাতে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে হিন্দু পরিষদ নেতা।

বিশ্ব হিন্দু পরিষদের সাবেক আন্তর্জাতিক সভাপতি প্রবীণ তোগাড়িয়ার নতুন সংস্থা হিন্দু হাই এজ-এর আগ্রার ইউনিট চিফ গোবিন্দ পরাশর এ ঘোষণা দিয়েছেন।

হিন্দু ভাবাবেগে আঘাত দেয়ার অভিযোগে তিনি সালমানের ওপর প্রতিশোধ নিতেই এ ঘোষণা দিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা২৪-এর খবরে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, সালমানের নিজস্ব প্রোডাকশন হাউসের লাভরাত্রি ছবিকে ঘিরে এই সমস্যা সৃষ্টি হয়েছে৷ হিন্দুদের উৎসব নবরাত্রিতে এই ছবির মুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবির নামকরণ লাভরাত্রি হওয়ায় তা নবরাত্রিকে অর্থাৎ হিন্দু ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ করা হচ্ছে।

গোবিন্দ পরাশর এবং তার সংস্থার সদস্যরা বৃহস্পতিবার সালমানের ছবি ও পোস্টারে আগুন দেয়। সেই সঙ্গে সালমান এবং তার লাভরাত্রি ছবির বিরুদ্ধে স্লোগান দেয়।

গোবিন্দ পরাশর বলেন, সালমানের এই ছবি একটি পবিত্র উৎসবকে বিকৃত করছে, যা লাখ লাখ হিন্দুর মনে আঘাত দিয়েছে। এর তীব্র নিন্দা করে ছবিটি নিষিদ্ধ করার পক্ষে বলেন তিনি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here