খবর৭১:সিরিজ শুরুর আগে আফগানদের ফেভারিটের তকমা দিয়েছিলেন সাকিব আল হাসান। এবার কার্যক্ষেত্রেও তাই ঘটল।
আফগানিস্তান এ দলের বিপক্ষেই বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে। অথচ দলে তামিম ছাড়া স্কোয়াডের প্রধান সব খেলোয়াড়ই ছিলেন।
গতকাল শুক্রবার দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের বেঁধে দেওয়া ১৪৫ রানের টার্গেটে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ১৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।
ওপেনিংয়ে আবার ব্যর্থ সৌম্য সরকার। তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে হোঁচট খেল বাংলাদেশ। সৌম্যের আউটের পরে দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ২৭ রানে আউট হওয়ার পর ব্যাট হাতে নামেন মাহমুদউল্লাহ। তিনিও দ্রুত ফিরে গেলে আরো বিপদে পড়ে বাংলাদেশ।
খবর৭১/জি: