খবর৭১:ধনী ও শক্তিশালী সৌদি আরবের গরিব প্রতিবেশী দেশ ইয়েমেন। সামরিক দিক থেকেও তেমন শক্তিশালী নয় ইয়েমেন।
এ কারণে সৌদি নেতারা যুদ্ধ শুরুর আগে ধারণা করেছিলেন, অল্প কয়েক দিনের মধ্যেই সেদেশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন তারা। এ কারণে তিন বছর তিন মাস আগে দেশটিতে হামলা শুরু করে সৌদি জোট।
সম্প্রতি আল-জাজিরা টিভি চ্যানেলের প্রতিবেদনে ইয়েমেনে সৌদি আরবের এক হাজারের বেশি সেনা নিহতের খবর দেয়া হয়েছে। ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন সৌদি জোটভুক্ত আমিরাতের এক মন্ত্রী।
সৌদি জোটের সঙ্গে ইয়েমেনে সামরিক অভিযান পরিচালনা কঠিন ছিল এবং এখনো কঠিন আছে বলে মন্তব্য করেছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার মোহাম্মাদ কারকাশ।
তিনি বলেছেন, ইয়েমেনে আমাদের পরীক্ষা ছিল কঠিন এবং এখনও তা কঠিনই রয়ে গেছে। অভিযান শুরুর তিন বছর পার হওয়ার পর ইয়েমেন যুদ্ধকে কঠিন হিসেবে আখ্যায়িত করে পরোক্ষভাবে নিজেদের পরাজয়ের ইঙ্গিত দিলেন তিনি।
আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক টুইটে দরিদ্র দেশ ইয়েমেনের সঙ্গে লড়তে গিয়ে নিজেদের দুরবস্থাই তুলে ধরেছেন।
৩৯ মাস পার হওয়ার পরও ইয়েমেনিদের প্রতিরোধ দুর্বল হয়নি। সৌদি আরব ও তার মিত্রদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিদিনই বাড়ছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।
খবর৭১/জি: