শাহজাদপুরে আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভা ও ইফতার মাহফিল

0
504

রাজিব আহম্মেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার বিকেলে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে এ কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, দায়িত্বপ্রাপ্ত পৌর মেয়র নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাম মওলা আযম, আব্দুল হাই, নিয়ামুল ওয়াকিল খান আওরঙ্গ, আমিনুল ইসলাম ভুলু, রফিকুল ইসলাম বাবলা, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, শামসুল আলম, তরু লোদী, লুৎফর রহমান, ফারুক সরকার, আমিরুল ইসলাম শাহু, মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, ইসলাম শেখ, গোলাম মর্তুজা প্রমুখ।

সভাপতির বক্তব্যে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন, দল এখন অনেক শক্তিশালী। দলীয় সকল কার্যক্রম সুশৃংঙ্খলভাবে পরিচালনা করে আসছি। প্রধানমন্ত্রী আমাদের দাবির মুখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে প্রতিষ্ঠা করেছেন। তাই আগামী নির্বাচনে এ আসনটি নৌকার বিজয় ঘটিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেয়াই আমাদের মূল লক্ষ।

ওই সভায় অন্যান্য বক্তারা বলেন, শাহজাদপুর আওয়ামী রাজনীতি টিকিয়ে রাখতে হলে হাসিবুর রহমান স্বপনের বিকল্প নাই। তাই আগামী নির্বাচনে এ আসনে প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেবেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় আবারও আনবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here