‘১৮ বছর ধরে ১৫ মিনিটও ছুটি নিইনি’

0
330

খবর ৭১ঃ২০০১ সাল থেকে এ পর্যন্ত ১৫ মিনিটের জন্যও ছুটি নেননি বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার সিঙ্গাপুরে নান্যাং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান।

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশে পাঁচ দিনের সরকারি সফরের অংশ হিসেবে বৃহস্পতিবারই সিঙ্গাপুরে পৌঁছান নরেন্দ্র মোদি৷ এর আগে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সফর করেন তিনি।

মোদি বলেন, ২০০১ সাল থেকে আমি কোনো ছুটি নেইনি৷ একদিন তো দূর, ১৫ মিনিটের জন্যও ছুটি নেইনি। শুধু কাজ করে গেছি৷

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভারত সরকারপ্রধান বলেন, ১৮ বছর ধরে লাগাতার দেশের জন্য কাজ করে যাচ্ছি। সবকিছু ছেড়ে কাজ করে যেতে হবে বলে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।

পরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়ান লুং এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন মোদি৷
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here