সালেহীন সোয়াদ সাম্মী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে একতারা সঙ্গীত একাডেমির অায়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মধুখালী অাইডিয়াল স্কুলে ইফতার মাহফিলের অায়োজন করা হয়। একতারা সঙ্গীত একাডেমির সভাপতি বিষ্ণু চক্রবর্তীর সভাপতিত্বে ইফতার মাহফিলে সরকারী বীরশ্রেষ্ঠ অাব্দুর রউফ ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মির্জা গোলাম ফারুক, একতারা সঙ্গীত একাডেমীর সাধারন সম্পাদক নাহিদ হাচান সোহেল, কোরকদী ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ওসমান গনি মোল্যা, মধুখালী প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক এস.এম.অাবুল বাসার, দপ্তর সম্পাদক সালেহীন সোয়াদ, মোঃ মাসুদুল ইসলাম,মেহেদী হাচান পলাশ, অাক্কাস খান, ওবায়দুল ইসলাম, পার্থ রায়, অাব্দুল অালীম কাফি প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর ৭১/ইঃ