মো: শামীম :
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর যৌথসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে ২০১৮ ইং বিকেলে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউসিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, বঙ্গবন্ধু গবেষনা পরিষদের সভাপতি ও আরজেএফ’র প্রধান নির্বাচন কমিশনার লায়ন মো: গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) শ্যামল চন্দ্র কর্মকার ও আরজেএফ’র নির্বাচন কমিশনার আলী নিয়ামত। এসময় উপস্থিত ছিলেন, আরজেএফ’র মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মোঃ আল-আমিন শাওন, সাংগঠনিক সম্পাদক সেকান্দার আলম শেখ, জনপার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী, আরজেএফ’র অর্থ সম্পাদক প্রার্থী সৈয়দ আল-আমিন হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক প্রার্থী কবি মাহাবুব আরা দুলু, আইন বিষয়ক সম্পাদক প্রার্থী মোঃ শাহিন সোভন, ঢাকা জেলা আরজেএফ’র সভাপতি ছিদ্দিকুর রহমান আজাদী, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, মহানগরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, আরজেএফ’র নেতা কাজী সাঈদা ইসলাম রোজী, সালাম মাহমুদ, শাহিন হোসেন, লুৎফুন নাহার রিক্তা, আজিজুন নাহার, মিল্টন খান, শেখ মুজিবুর রহমান, আমিনুল ইসলাম, এনামুল হক লিটন, উর্মী রহমান, আইয়ুব আনসারী, আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন রকি, জামাল শিকদার, শামীম সোহান, আফসানা আহমেদ, স্বর্ণা, রিপন প্রমূখ। অনুষ্ঠানে আরজেএফ’র আসন্ন নির্বাচনের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খবর ৭১/ইঃ