শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ৮৫ যশোর-১(শার্শা)’র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, শিক্ষরা হলো জাতী গঠনের মূল কারিগর। তাই, শিক্ষকদের মধ্যে কোন রাজনীতি করা থাকা ঠিক না। তারা কেবল নিজ সন্তান স্নেহের ন্যায় স্কুলের প্রত্যেক শিক্ষার্থীদের লেখাপড়ার দ্বায়ভার নিলে এদেশে একদিন সোনার ফসল ফলবে। তাতে একদিকে জাতী হবে অলঙ্কৃত অণ্যদিকে বিশ্বেও দরবারে আমরা হবো উন্নত শিক্ষিত জাতী। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অত্র স্কুলের নব নির্বাচিত ম্যানিজিং কমিটির প্রথম সভার কার্য দিবসে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
দিবসটি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানিজিং কমিটির প্রথম সভা হওয়ায় অনুষ্ঠানের শুরুতে অত্র স্কুলের নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব শেখ আফিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এসময় ন-নির্বাচিত ম্যানিজিং কমিটির অন্যন্য সদস্যদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে স্কুলের লেখাপড়ার মান নিয়ে বিশদ আলোচনা করেন এমপি শেখ আফিল উদ্দিন। যা সন্তোষজনক না হওয়ায় লেখাপড়ার মান বৃদ্ধিতে ৫০ মিনিট করে ক্লাস নেওয়ার আহবান জানান তিনি। বলেন, যেকোন মূল্যে তিনি বেনাপোল হাইস্কুলের লেখাপড়ার মান বৃদ্ধি করতে চান। এসময় অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।
কথা বলেন, স্কুলের আয় ব্যায়ের হিসাবসহ নতুন বিল্ডিংয়ের কর্মকান্ড নিয়ে। স্কুলের ছাত্রছাত্রীদের যাতে টিফিনের সময় বাহিরে যাওয়া না লাগে সেজন্য তিনি স্কুল অভ্যন্তরে ক্যান্টিন করার ঘোষণা দেন। বলেন, অত্র স্কুলের শতভাগ শিক্ষার্থীদের ভাল রেজাল্টের দ্বায়ভার শিক্ষকদের আর স্কুলকে সৌন্দর্য বর্ধনের শতভাগ দ্বায়ভার আমার।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বেনাপোল হাইস্কুলের নব-নির্বাচিত ম্যানিজিং কমিটির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, শেখ কাজিম উদ্দিন, তাজাজ্জেল হোসেন, আহাদুজ্জামান বকুল কাউন্সিলর, লক্ষী রানী দে, বেনাপোল পৌর কাউন্সিলর কামরুননাহার আন্না, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধাণ শিক্ষক জুলফিকার আলী, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগ নেতা আল-ইমরানসহ অত্র স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা।
খবর ৭১/ইঃ