হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে পেশাজীবী গাড়ি চালক ও সহকারীদের দক্ষতা ও সচেতনতামুলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্র্যাংলরি কাভারভ্যান শ্রমিক ইউনিয়ন ছাতক উপ কমিটি আয়োজনে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সবায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেশনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ছাতক থানার ওসি(অপারেশন) গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, জেলা শ্রমিক ইউনিয়নরে সভাপতি আব্দুস সামাদ, সাধারন সম্পাদক নূর উদ্দিন। শ্রমিক নেতা মকবুল হোসেনর সভাপতিত্বে ও মাহবুব আলম সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, জেলা শ্রমকি নেতা রাজা মিয়া, বিজয় লাল দে, মুখদ্দুস আলী, রোয়াব আলী, সোহরাব আলী, আব্দুল্লাহ মিয়া, ছাতক উপ কমিটির সভাপতি মিন্টু ঘোষ, সহ সভাপতি সোহেল আহমদ, সাধারন সম্পাদক আবির আহমদ অভি, শ্রমিক নেতা আইনুল হক প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক খাদেদ আহমদ। প্রশিক্ষণ শেষে সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্র্যাংলরি কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত ছাতক উপ কমিটির নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান জেলা শ্রমিক ইউনিয়নরে সভাপতি আব্দুস সামাদ। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গির আলম আল কাদেরী।
খবর ৭১/ইঃ