জাহিরুল ইসলাম মিলন,জেলা প্রতিনিধি: শার্শার গোগা গ্রামে রানার বাড়ীতে আজব একটি হাঁসের ডিমের সন্ধান পাওয়া গেছে।যার ডিমের বাইরে থেকে মানুষের আকৃতি একটি শিশু দেখা যাচ্ছে ।ডিমটিকে একনজর দেখতে এলাকার শত শত মানুষ ভীড় জমাচ্ছে।
এলাকাবাসী ও গোগা কলেজ পাড়ার খোকনের ছেলে রানা জানান,বুধবার দুপুর(৩টার সময়) তার বাড়ীতে দুপুরের রান্না করার জন্য বোন পারভীনা কিছু পাতিহাঁসের ডিম পানিতে ধুতে যায়।এসময় ডিম পরিস্কার করতে গেলে একটি ডিমের বাইরে থেকে ভিতরে একটা শিশু আকৃতিরর ছবি দেখতে পায়।
মুহুর্তের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ আজব ছবি সম্বলিত এই ডিমটি একনজর দেখার জন্য ভীড় জমাচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রানার বাড়ীতে আজব এ ডিমটি দেখতে এলাকার বাইরে থেকে আগত বহু মানুষের ভীড় দেখা যাচ্ছে। রাতে ডিমটি ভাঙ্গা হবে জানা যায়।
খবর ৭১/ইঃ