সুন্দরগঞ্জে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদেরকে হয়রাণী

0
365

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউপি’র এক সদস্য ও দলের সর্দার প্রকল্পের ১১ শ্রমিককে নানাভাবে হয়রাণী করার অভিযোগ রয়েছে।
বিভিন্ন সুত্রে জানা যায়, উক্ত ই্উপির ৮ নং ওয়ার্ড সদস্য ফারুক মিয়া ও দলের সর্দার ফুল মিয়া সরদার কর্তৃক উক্ত প্রকল্পের শ্রমিকদের দিয়ে নিজের ধান, গাছ কেটে নেয়াসহ ব্যক্তিগত কাজ করে নেন। এতে সম্মতি না দেয়া শ্রমিক কফিল উদ্দিন, আশেক আলী, আলেপ উদ্দিন, ফিরোজ মিয়া, বাবুজান মিয়া, আজিউল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আজাহার আলি, আমিনুল ইসলাম ও মুকুল মিয়াকে অবৈধভাবে অনুপস্থিত দেখিয়ে মজুরী কর্তন করেন। এসব শ্রমিক নিয়োগের সময় জন প্রতি শ্রমিকের কাছ থেকে ইউপি সদস্য ফারুক মিয়া ও দলের সর্দার ফুল মিয়ার ২ হাজার থেকে ৩ হাজার করে উৎকোচ গ্রহন করেন। হয়রাণীর স্বীকার ১১ শ্রমিকের অভিযোগের প্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে সর্দার ফুল মিয়া বলেন, শ্রমিকরা ইচ্ছাকৃতভাবে ধান ও গাছ কেটে দিয়েছে। শ্রমিকদেরকে অনৈতিকভাবে অনুপস্থিত দেখানো ও হয়রাণী করার বিষয়ে তেমন কোন সদুত্তোর দিতে পারেন নি। একইভাবে এড়িয়ে যান ইউপি সদস্য ফারুক মিয়া। প্রকল্পের সভাপতি ও ইউপি’র সংরক্ষিত সদস্য হালিমা বেগমকে না পাওয়ায় তার পুত্র মমিনুল ইসলাম আক্ষেপ পোষণ করে বলেন, সংরক্ষিত আসনের সদস্য হিসেবে তার মা হালিমা বেগম প্রকল্পের সভাপতি হলেও তাকে কোন মূল্যায়ন করা হয় না। হয়রাণীর স্বীকার শ্রমিকরা এব্যাপারে ন্যায় বিচার প্রর্থনা করেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here