কাশ্মীরে সেনা ক্যাম্পে গেরিলা হামলা: সেনাসহ নিহত ২

0
333

খবর ৭১: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর ক্যাম্পে গেরিলা হামলায় সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিলাল আহমেদ গণি নামে এক বেসামরিক ব্যক্তি রয়েছেন।

অন্যদিকে, সোমবার সকালে সোপিয়ান জেলায় সেনাবাহিনীর নিয়মিত টহল দলকে লক্ষ্য করে সন্দেহভাজন অজ্ঞাত গেরিলারা ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটালে এক কর্মকর্তাসহ তিন সেনা সদস্য আহত হয়েছেন। আহত ওই সেনা সদস্যদের হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের সন্ধানে তল্লাশি চলছে।

গতকাল রবিবার রাত সোয়া দশটা নাগাদ অজ্ঞাত গেরিলারা পুলওয়ামা জেলার কাকাপোরার ৫০ রাষ্ট্রীয় রাইফেলসের সেনা ক্যাম্পে গুলিবর্ষণ করে। এসময় সেনাবাহিনীর পাল্টা গুলিবর্ষণের মধ্যে ক্রসফায়ারে এক বেসামরিক ব্যক্তি নিহত হয়। ওই ঘটনার পরে গেরিলারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। হামলাকারীদের সন্ধানে নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া এক সেনা সদস্য নিহত হওয়ার কথা নিশ্চিত করে ওই ঘটনাকে ‘সন্ত্রাসীদের কাপুরুষোচিত ও উসকানিমূলক কাজ’ বলে মন্তব্য করেছেন। গেরিলা হামলায় গুরুতর আহত সেনা সদস্যকে বাদামীবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান।

একটি সূত্রে প্রকাশ, ওই ঘটনায় পেশায় গাড়ি চালকের কাজ করা নারোয়া কাকাপোরা এলাকার বাসিন্দা বিলাল আহমেদ গণি মাথায় গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

অন্যদিকে, পুলওয়ামা জেলার সিনিয়র পুলিশ সুপার বলেছেন, আহত ওই নাগরিককে কাকাপোরাতে জনস্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

গণমাধ্যমের অন্যএকটি সূত্রে প্রকাশ, সেনা ও গেরিলাদের মধ্যে কমপক্ষে ১৫ মিনিট ধরে পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটে। পরে অন্ধকারের সুযোগে ঘটনাস্থল থেকে গেরিলারা পালিয়ে যেতে সমর্থ হয়। রমজান মাস উপলক্ষে কেন্দ্রীয় সরকার একতরফা সেনা অভিযান বন্ধ রাখার ঘোষণা দেয়ার পরে এই প্রথম সেনাবাহিনীর ওপরে গেরিলা হামলায় হতাহতের ঘটনা ঘটল।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here