খবর ৭১: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) মিশন শেষ করে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আজ দুপুরে মুম্বাই থেকে জেট এয়ারওয়েজের সরাসরি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান বিশ্বসেরা অলরাউন্ডার। গতকাল আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে ৮ উইকেটে হেরে যায় সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। শেন ওয়াটসনের সেঞ্চুরিতে ১৭৯ রানের লক্ষ্যটা ৯ বল হাতে রেখে অনায়াসেই টপকে যায় ধোনির চেন্নাই। ফাইনালে ব্যাট হাতে ১৫ বলে ২৩ ও বোলিংয়ে এক ওভারে ১৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সাকিব। আসরে সানরাইজার্সের হয়ে সবগুলো ম্যাচেই খেলেন সাকিব।
রানের দিক থেকে নামের সুবিচার করতে পারেননি। বল হাতে ছিলেন উজ্জ্বল। ১৭ ম্যাচে রান ২৩৯। একটিও ফিফটি নেই। উইকেট নিয়েছেন ১৪টি। সেরা বোলিং ফিগার ৩/১৭। আইপিএল শেষে এবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চোখ রাখছেন সাকিব। ভারতের দেরাদুনে ৩, ৫ ও ৭ই জুন ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের আমন্ত্রণ রয়েছে। সেখানে যোগ দিতে পারেন সাকিব। আগামীকাল সকালে দিল্লির ফ্লাইট ধরবে বাংলাদেশ দল। দিল্লি হয়ে দেরাদুনে পা রাখবে টাইগাররা। আগামী ৩১ই মে লর্ডসে বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ খেলে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা তামিম ইকবালের। ব্যক্তিগত কারণে এই ম্যাচ থেকে আগেই নাম প্রত্যাহার করে নেন সাকিব।
খবর ৭১/ই: