ভারতে চলন্ত ট্রেনে নারীকে যৌন হেনস্থা, সেনা সদস্য গ্রেফতার

0
326

খবর ৭১ঃচলন্ত ট্রেনে এক নারীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক সেনা সদস্যের বিরুদ্ধে।

শনিবার ঘটনাটি ঘটে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ঘটনার দিন রাতে রাজস্থানের কোটা থেকে ট্রেনে একাই উঠেছিলেন ওই নারী। গন্তব্যস্থল ছিল দিল্লির হজরত নিজামউদ্দিন স্টেশন।

অভিযোগ, ট্রেনটি কোটা স্টেশন ছাড়ার পরই তিনি দেখেন এক সেনা সদস্য তার বন্ধুদের সঙ্গে ট্রেনের ভেতরেই মদ্যপান করছেন। খুব একটা গুরুত্ব না দিয়ে তিনি নিজের সংরক্ষিত আসনে গিয়ে বসেন।

কিছুক্ষণ পরেই ওই সেনাকর্মী উঠে এসে নারী সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করেন। তিনি প্রতিবাদ করেন। কিন্তু তাতেও লাভ হয়নি।

ওই নারী পুলিশকে জানিয়েছেন, ভয়ে, আতঙ্কে তিনি সেখান থেকে দৌড়ে ট্রেনের শৌচালয়ে ঢুকে দরজা আটকে দেন। তার দাবি, শৌচালয়ের ভেতরেই সারা রাত ছিলেন।

রোববার সকালে ট্রেন দিল্লিতে পৌঁছালে ওই সেনা সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে ওই সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here