বাসের অগ্রিম টিকিট বিক্রি ৩০ মে থেকে

0
401

খবর৭১:
আসন্ন ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ৩০ মে বুধবার থেকে। যাত্রীদের চাহিদা অনুসারে কাউন্টারে টিকিট অবশিষ্ট থাকা পর্যন্ত বিক্রি চলবে।

বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সমিতির চেয়ারম্যান ফারুক তালুকদার সোহেল সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে দূরপাল্লার পরিবহন মালিকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়েছে। আর ৩০ মে বিক্রি হবে ৭ জুন পর্যন্ত যাত্রীরা টিকিট কাটতে পারবেন।

এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, মহাখালী বাস টার্মিনালে বাসের অগ্রিম টিকিট দেওয়ার ধরা-বাধা নিয়ম নেই। যেকোনো কোম্পানি চাইলে যেকোনো সময় অগ্রিম টিকিট বিক্রি করতে পারবে।

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে কয়েক লাখ মানুষ প্রতিবছর গ্রামে যান। কিন্তু, পথে সৃষ্ট যানজট তাদের ভ্রমণের সেই আনন্দকে বিষাদে পরিণত করে। এ ছাড়াও, রয়েছে টিকিটের বাড়তি দাম এবং বাস-ট্রেনের দেরিতে ছাড়ার ভোগান্তি। তাই আগেভাগে টিকিট কেটে ঝামেলা মুক্ত হোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here