শাহজাদপুরে ডিটিসি’র মাদক বিরোধী সভা

0
421

রাজিব আহমেদ, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শুক্রবার শাহজাদপুর পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন মাদকাশক্তি নিরাময় কেন্দ্র (ডিটিসি) মাদকবিরোধী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডিটিসি’র নির্বাহী পরিচালক কামরুজ্জামান শাহীনের পিতা হাজী গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, দায়িত্বপ্রাপ্ত পৌরমেয়র নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, অধ্যক্ষ (অবঃ) এএম আব্দুল আজীজ, অধ্যক্ষ (অবঃ) গোলাম সাকলাইন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডিটিটি’র নির্বাহী পরিচালক কামরুজ্জামান শাহীন ও সঞ্চালনা করেন যুবলীগ নেতা আশিকুল হক দিনার। আলোচনা সভায় বক্তারা বলেন,‘মাদক ভয়াবহ সামাজিক ব্যাধি হলেও মাদকাশক্তরা সমাজের বোঝা নয়। সমাজ থেকে মাদক দূরীকরণে সামাজিক সচেতনতা সৃষ্টির বিকল্প নাই। মাদকাশক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সুস্থ্য ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে সকলকে এগিয়ে আসতে হবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’ উক্ত আলোচনা সভায় ঢাকার বিভিন্ন মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকবৃন্দসহ স্থানীয় সুধীবৃন্দ্র উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here