খবর৭১:কোটালীপাড়া প্রতিনিধি:গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫৭ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট কালু শেখ(৪২) ও মাদক ব্যবসায়ী মামুন খান (২১)কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার ডুমুরিয়া গ্রামের মোস্তফার বাড়ির পাশ থেকে ৫২পিচ ইয়াবাসহ মাদক সম্রাট কালুকে গ্রেফতার করে। অপরদিকে পুলিশের অপর একটি দল পৌর কবরস্থানের পাশ থেকে ৫পিচ ইয়াবাসহ মামুন খানকে গ্রেফতার করে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, গ্রেফতারকৃত কালু এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত। তার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় ১৩টি মাদক মামলা রয়েছে। সে আলিঠাপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম শেখের ছেলে ও মামুন তারাশী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর৭১/জি: