খবর৭১:কানাডায় একটি ভারতীয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ ঘটেছে। দেশটির মিসিসাউগা শহরে এ বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে বোম্বে ভেল নামের রেস্তোরাঁটিতে বোমা বিস্ফোরিত হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
কানাডার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, টরেন্টোর দক্ষিণে অন্টারিও প্রদেশের মিসিসাউগা শহরের বোম্বে ভেল রেস্তোরাঁয় স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
ম্যাট বার্ট্রাম নামে এক নিরাপত্তা কর্মকর্তা জানান, দুজন তরুণ রেস্তোরাঁর ভেতরে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপর ওই দুই ব্যক্তি পালিয়ে যায়। সন্দেহভাজন ওই দুজনের ছবি প্রকাশ করেছে পুলিশ।
চিকিৎসক দলের এক সদস্য জানিয়েছেন, তারা অন্তত ১৫ ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর।
খবর৭১/জি: