বিশ্বকাপের আগেই ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

0
599

খবর৭১: বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র ২১ দিন। শিরোপা জয়ের এই যুদ্ধে সামিল হবে ৩২ টি দেশ। সবকটি দলই শুরু করেছে তাদের প্রস্তুতি। তবে এর মধ্যেই বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। কারণ ইনজুরিতে পড়েছেন দলের আক্রমণ বিভাগের সেরা ফুটবলার ডগলাস কস্তা।

অনুশীলনের সময় কস্তার উরুর পেশিতে টান পড়ে। তারপরেই তিনি অনুশীলন বন্ধ করে দেন। যদিও পরীক্ষার পরে জানা যায় চোটের পরিমাণ টা কম। তবুও ভয় তো থাকেই।

ব্রাজিল দলের ফিজিও রদ্রিগো লাসমার জানিয়েছেন, ‘তার পেশির ইনজুরির পরীক্ষা করেছি আমরা। কয়েকদিন বিশ্রাম নিলে আশাকরি ঠিক হয়ে যাবে। বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচটি হয়তো সে মিস করতে পারে কিন্তু বিশ্বকাপের আগেই আশাকরি সুস্থ হয়ে উঠবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here