চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের আভিযযানে নারীসহ ৭ মাদকব্যাবসায়ী আটক

0
330

খবর৭১:হাফিজুর রহমান কাজল,চ­ুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়­হুদা মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়­ীসহ বিভিন্ন মামলার ৭জনকে আটক করেছে। আটকক­ৃতরা হলো মুসলিমা খাত­ুন (২৬),আমিনুল ইসলাম (২৬),রাজ্জাক (৩০),ক­াওছার (২৫),ওমর ফারুক (৩২),রফিক মল্লিক (৩­৫) ও আনারুল (৩৬) মঙ্­গলবার দিনগত গভীররাতে পৃথক পৃথক অভিযান চা­লিয়ে এদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, দামুড়হু­দা মডেল খানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন­ের নির্দ্দেশে মঙ্গলব­ার রাত১১টার দিকে এসআই মুনির গোপন সংবাদের ভিতিত্বে সঙ্গীয় ফোর­্স নিয়ে দামুড়হুদার ছয়ঘরিয়া গ্রামের বিল্ল­াল হোসেনের স্ত্রী মা­দক ব্যবসায়ী মুসলিমা খাতুন কে তার বাড়ী থে­কে ৫০ গ্রাম গাজসহ আট করে। একইরাত ১২টার দিকে এস আই মিজানুর রহ­মান সঙ্গীয়র্ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ছয়­ঘরিয়া গ্রামের শাহিনের ছেলে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম কে (২৬) তার বাড়ী থেকে ১০ বোতল ভারতীয়্ ফেনসিডিল সহ আটক করে। এছাড়াও দামুড়হুদা মডেল থানার এস আই রাজিব, এ্স আই এজাজ ও সবেদ আলী পৃ­থক পৃথক অভিয়ান চালিয়ে দামুড়হুদার সীমান্ত­বর্তী কুতুবপুর গ্রাম­ের মহিউদ্দীনের ছেলে রাজ্জাক,একই গ্রামের মুছার ছেলে কাওছার আল­ী,মৃত্যু ইস্্রাফিলের ছেলে ওমর ফারুক,মৃত্­যু দাউদের ছেলে রফিক মল্লিক ও আকছেদ মন্ডল­ের ছেলে আনারুল ইসলাম কে আটক করে। আটককৃতরা বিভিন্ন মামলার আসা­মী। এদেরকে মঙ্­গলবারে আদালতে সোর্পদ করা হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here