চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যানসহ জামায়াতের তিন নেতা আটক

0
332

খবর৭১:হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দামুড়হু­দা উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান দর্শনা পৌর জামায়াতের আমীর আব্দুল কাদের ৫০, কার্­পাসডাঙ্গা ইউনিয়ন জাম­ায়াতের আমীর মহাসিন আলী (৪৮) ও সদর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের আমীর আবুল বাশার (৫২) কে নাশকতা মামলার আসামী হিসবে পুলিশ আটক করেছে। দামুড়হুদা মডল থানা পুলিশের পৃথক তিনটা দল তাদেরকে আটক করে। রােববার দিবাগত রাতে ও সোমবার বিকাল ৫ টার দিকে এদেরকে আটক করা হয়।
এলাকাসূত্র জানাগেছে, দামুড়হুদা উপজলা পর­িষদের ভাইস চেয়ারম্যান দর্শনা পৌর জামায়াত­ের আমীর দর্শনা শ্যাম­পুরর সানােয়ার হােসনের ছেলে আব্দুল কাদেরকে সােমবার বিকাল ৫ টার দিকে দর্শনা পুরাতন বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ আটক করে। অপরদিকে রােববার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে কার­্পাসডাঙ্গা ইউনিয়ন জা­মায়াতের আমীর কুতুবপুর গ্রামের মৃত. আ: খা­লেকের ছেলে মহাসিন আলী (৪৮) ও সদর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড জামায়াতের আমীর হাতিভাঙ্গা গ্­রামের ইদ্রিস আলির ছে­লে আবুল বাশারক (৫২)কে পুলিশ আটক করেছ।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওস­ি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা না­শকতা মামলার আসামী।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here