খবর৭১:হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান দর্শনা পৌর জামায়াতের আমীর আব্দুল কাদের ৫০, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মহাসিন আলী (৪৮) ও সদর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের আমীর আবুল বাশার (৫২) কে নাশকতা মামলার আসামী হিসবে পুলিশ আটক করেছে। দামুড়হুদা মডল থানা পুলিশের পৃথক তিনটা দল তাদেরকে আটক করে। রােববার দিবাগত রাতে ও সোমবার বিকাল ৫ টার দিকে এদেরকে আটক করা হয়।
এলাকাসূত্র জানাগেছে, দামুড়হুদা উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান দর্শনা পৌর জামায়াতের আমীর দর্শনা শ্যামপুরর সানােয়ার হােসনের ছেলে আব্দুল কাদেরকে সােমবার বিকাল ৫ টার দিকে দর্শনা পুরাতন বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ আটক করে। অপরদিকে রােববার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর কুতুবপুর গ্রামের মৃত. আ: খালেকের ছেলে মহাসিন আলী (৪৮) ও সদর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড জামায়াতের আমীর হাতিভাঙ্গা গ্রামের ইদ্রিস আলির ছেলে আবুল বাশারক (৫২)কে পুলিশ আটক করেছ।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা নাশকতা মামলার আসামী।
খবর৭১/জি: