পাঁচবিবি থানা পুলিশের মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান

0
409

এম এম আতাউর রহমান (জীবন), জয়পুরহাট,প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। পুলিশের কড়া নজরদারি থাকা স্বত্বে ও মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা তাদের অসাধু কার্যক্রম করতে থাকায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন ও তদন্ত ওসি আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে কঠোর অভিযান পরিচালনা করে থানা পুলিশ। তবে উপজেলাটি ভারতীয় সীমান্তের নিকটবর্তী হওয়ায় এখানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী তুলনামুলক অনেক বেশি। পুলিশের দাবী মাদক নির্মুল করতে সর্বাত্বক চেষ্টা চালানো হচ্ছে। তার ধারাবাহিকতায় গত কয়েক দিনের মাদক বিরোধী অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের আটক করা হয়েছে। এই বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন খবর ৭১ কে জানান, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করি। এবং গত কয়েক দিনে প্রায় অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের আটক করে জেল হাজতে প্রেরন করি। তিনি আরো জানান যে,মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here