এম এম আতাউর রহমান (জীবন),জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় ইয়াবা সহ দুই জন গ্রেফতার। আজ বুধবার রাত আনুমানিক ০৮ টার দিকে ক্ষেতলাল উপজেলার আছরাঙ্গা দিঘীর কাছে পুলিশি টয়লের সময় রাস্তায় দুই জন ব্যাক্তিকে সন্দেহ বসত আটক করে তাদের দেহ তল্লাশী করে পুলিশ। দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়বা ট্যাবলেট পাওয়া যায়। আটক কৃতরা হলেন ক্ষেতলাল উপজেলার, বেলতাবানদিঘী গ্রামের তহিদুল আকন্দের ছেলে তুহিন আকন্দ (২৮) ও নলপুকুর গ্রামের আঃ হাকিম সাখিদারের ছেলে শাকিল সাখিদার (২৫)। ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) মোঃ আঃ রশিদ ভদ্র তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তারা অনেক আগে থেকে ইয়াবা সেবন ও ব্যবসার সাথে জড়িত আছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে। এবং আগামি কাল সকালে তাদের জেল হাজতে প্রেরন করা হবে।