মোস্তাফিজের মুম্বাইয়ের শেষ সুযোগ

0
260

খবর৭১: শুরু থেকেই খেল দেখাচ্ছে এবারের আইপিএল। নেই কারো একচেটিয়া আধিপত্য। আজ কেউ টপার তো, কাল আরেকজন। শেষ দিকে এসে আরও জমে উঠেছে এর পয়েন্ট টেবিলের খেলা।

ইতিমধ্যে প্লে অফে উঠে গেছে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস। তবে বাকি দুই জায়গা নিয়ে চলছে তুমুল লড়াই। শেষ চারে যেতে যুদ্ধ করছে পাঁচ দল।

সেই যুদ্ধে টিকে থাকার শেষ লড়াইয়ে আজ মাঠে নামছে মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ানস। জিতলে সম্ভাবনা বেঁচে থাকবে, হারলেই পিছলে যাবে।

এমন সমীকরণের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গেইলের কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বাইয়ের হোম ভেন্যুতে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এবারের আসরে এলোমেলো ছন্দে মুম্বাই। শুরুতে একের পর এক হার, মাঝে জয়ে ফিরে প্লে অফের আশা জাগানো, শেষ ম্যাচে হারে ফের ছিটকে পড়ার শঙ্কায় রোহিত অ্যান্ত কোং। তাই ম্যাচটি তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ। হারলেই স্বপ্নভঙ্গ!

এ ম্যাচেও খেলার সম্ভাবনা নেই দ্য ফিজের। অন্তত বিভিন্ন ওয়েবসাইটে দেয়া সম্ভাব্য মুম্বাই একাদশ তাই বলছে।

এ মুহূর্তে ১২ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে মুম্বাই। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পাঞ্জাব। এ ম্যাচে জিতলেই প্লে অফ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বলিউড ললনা প্রীতি জিনতার দলটির!

আইপিএলের একাদশ সংস্করণের শুরুটা উড়ন্ত হয় পাঞ্জাবের। তবে মাঝপথ পেরিয়ে হঠাৎই খেই হারিয়ে ফেলেছে দলটি। টুর্নামেন্টে ভালো করতে হলে এ ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে হবে তাদের।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here