মধুখালীতে আনসার ভিডিপি অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

0
342

সালেহীন সোয়াদ সাম্মী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আনসার ভিডিপি আফিসার মোঃ নুরুন নবি (ভারপ্রাপ্ত) এর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মৃত তিলাম ফকিরের ছেলে রশিদ ফকির এ অভিযোগ দায়ের করেন। জানা যায় গত ১৩ মে রবিবার বাগাট ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মোঃ কায়ুম এর পুত্র মোঃ তমাল এর সাথে মেগচামী ইউনিয়নের চর মেগচামী গ্রামের রশিদ ফকির এর মেয়ে মোসাঃ রওশনা খাতুন এর বিবাহ হবার কথা । বাল্য বিবাহ হচ্ছে এরূপ গোপন সংবাদের ভিত্তিত্বে বিবাহের মহুর্তে মধুখালী আনসার ভিডিপি অফিসার মোঃ নুরুন নবি বিবাহ বাড়িতে উপস্থিত হয়ে বিবাহ বন্ধ করতে বলেন। মেয়ে ও ছেলে পক্ষের বয়সের এফিডেভিট কাগজ দেখালেও নুরুন নবি বলেন এ ডকুমেন্ট গ্রহনযোগ্য নয় । জেল জরিমানার ভয় দেখিয়ে তিনি ৩০০০০ টাকা দিলে বিষয়টি তিনি ধামা চাপা দিবেন বলে জানান। সর্বশেষে মেয়ে পক্ষ ১৭০০০ টাকা দিলে বিয়ে দিতে দিবে এমন প্রতিশ্রুতি দেয়। টাকা হাতে পেয়ে তাৎক্ষনিক বরকে মোঃ তমালকে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার এর কাছে নিয়ে আসলে ৩০০ টাকার স্টাম্পে বিবাহ না করার মুছলেকা রেখে পাত্র পক্ষকে ছেড়ে দেয়।

এ বিষয়ে মধুখালী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নুরুন নবির কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here