উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
জানান,নড়াইলের দিঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচন আজ (১৫ এপ্রিল)। নড়াইল জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, ইউনিয়নের ভোটারসহ বিভিন্ন পেশার মানুষের কথা বলে জানা যায়, নির্বাচনে নীনা ইয়াছমিন, ওহিদুর রহমান ও সাহিদুল আলমের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নীনা ইয়াছমিন ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দিঘলিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি ওহিদুর রহমানের ক্ষেত্রে এ নির্বাচন মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। স্বামী হারানো বেদনার পাশাপাশি চেয়ারম্যান পদটি যেমন পুনরুদ্ধার প্রয়োজন, তেমনি বিজয়ের মধ্যদিয়ে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় আস্থা অর্জন করা। কারণ ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান পদে বিজয়ী হন নীনার স্বামী লতিফুর রহমান পলাশ। ওই নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছিলেন আ’লীগ নেতা মাসুদুজ্জামান মাসুদ। তিনি (মাসুদ) ইউপি চেয়ারম্যান পলাশ হত্যা মামলার আসামি। নড়াইলের দিঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচন আজ (১৫ এপ্রিল)। নির্বাচনে নিহত চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের স্ত্রী আওয়ামী লীগ প্রার্থী নীনা ইয়াছমিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন চেয়ারম্যান প্রার্থী। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তবে সুষ্ঠু-সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। অন্যদিকে এ হত্যা (পলাশ) মামলার অপর আসামি কারাবন্দি চেয়ারম্যান প্রার্থী ওহিদুর রহমানের সমর্থকেরা বলেন, বিজয়ের মাধ্যমে তারা প্রমাণ করতে চান; ওহিদুর রহমান এলাকার জনপ্রিয় ও যোগ্য ব্যক্তিত্ব। নির্বাচনে আ’লীগ চেয়ারম্যান প্রার্থী নীনা ইয়াছমিন, বিএনপি প্রার্থী এস এম মাকছুদুল হক (ধানের শীষ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী স ম ওহিদুর রহমান (আনারস প্রতীক) ও অপর স্বতন্ত্র প্রার্থী জাতীয় শ্রমিকলীগ নেতা সাহিদুল আলম (চশমা প্রতীক) নির্বাচনী মাঠে আছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানান, দিঘলিয়া ইউনিয়নে ভোটার সংখ্যা ১৭ হাজার ৯৪৭। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯৮৬ এবং নারী ভোটার ৮ হাজার ৯৬১। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, সুষ্ঠু-সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে দিঘলিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যায় গত ১৭ ফেব্রুয়ারি রাতে নিহত পলাশের বড় ভাই জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান মনি, দিঘলিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি স ম ওহিদুর রহমানসহ (চেয়ারম্যান প্রার্থী) ১৫ জনের নামে লোহাগড়া থানায় মামলা করেন। এরপর গত ৮ এপ্রিল দিঘলিয়া ইউনিয়নের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
খবর ৭১/ ই: