মো. আব্দুল বাছিত
সিফডিয়া, সিলেট:রোগীরা যাতে পরিপূর্ণ সেবায় পায় সে ব্যাপারে ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইভেট হাসপাতালের মালিকদেরকে খেয়াল রাখতে হবে। প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স এবং অন্যান্যদেরকে ও শ্রেষ্ট সেবা দেওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে। এ ব্যাপারে এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা এসোসিয়েশনের মেম্বার তাদেরকে সংগঠনের নিয়ম-নীতি পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।
সিলেট প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন আয়োজিত বিশেষ সভায় সভাপতির বক্তব্যে সিলেট প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও নূরজাহান হাসপাতালের চেয়ারম্যান ডা. নাসিম আহমদ এসব কথা বলেন। সিলেট ক্রিসেন্ট মেডিকেল সার্ভিসের প্রধান নির্বাহী জাকির আহমদ চৌধুরীর সঞ্চালনায় গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ সভায় বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লি.-এর ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাদির খান, এসোসিয়েশনের সহ সভাপতি আবু ইউসুফ ভূঞা, সাধারণ সম্পাদক ডা. মো. আজিজুর রহমান রোমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি ডা. সৈয়দ মাহমুদ হাসান, সদস্য ডা. মো. বদরুল হক রোকন, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ভূঁইয়া, ডা. মো. এহসানুর রহমান, ইব্রাহীম আলী, নাজমুল হক প্রমুখ। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় এসোসিয়েশনের সদস্যদের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এসোসিয়েশনের নীতিমালা যারা মানবে না, এসোসিয়েশন তাদের কোনো দায়-দায়িত্ব নিবে না। প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য অভিযোগ সেল, চ্যারিটি ফান্ড গঠন, এসোসিয়েশনের বিশেষ একাউন্ট খোলাসহ রোগীদের সেবা নিশ্চিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়।
খবর ৭১/ ই: