তালা অফিস:
তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের উন্নয়নের মাধ্যমে ক্ষমতায়ন প্রকল্পের অধিন ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে মাগুরা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউএনডিপি এর আর্থিক সহযোগীতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
সভায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রজেক্ট ডিরেক্টর দিলী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: শেখ রেজাউল করিম, মহিলা ইউপি সদস্য তানিয়া বেগম, রোকিয়া বেগম এবং রাশিদা বেগম ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউডিইডাবলুবিএল প্রজেক্টের প্রজেক্ট অফিসার এম এম রায়হান, ইউনিয়ন মোবিলাইজার মধুসুদন।
খবর ৭১/ ই: