ঠাকুরগাঁওয়ে ফ্রি ডায়াবেটিক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

0
644

মো.সোহেল পারভেজ,ঠাকুরগাঁও : বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এর ব্যবস্থাপনায় ও হাজীপাড়া ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় ঠাকুরগাঁওয়ে দুই দিন ব্যাপী ফ্রি ডায়াবেটিক হেল্থ ক্যাম্প ২০১৮ চালু হয়েছে।
শনিবার সকালে হাজীপাড়া তিন তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এই হেল্থ ক্যাম্প চালু করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন,মির্জা ফয়সল আমীন(মেয়র,ঠাকুরগাঁও পৌরসভা)। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আতাউর রহমান, সভাপতি,হাজীপাড়া ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও কাউন্সিলর ৫নং ওয়ার্ড হাজীপাড়া।
অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন,আবু মো: খয়রুল কবির(সিভিল সার্জন,ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল) এ সময় উপস্থিত ছিলেন,মোশারুল ইসলাম সরকার,মতিউর রহমান,হাজীপাড়া ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, লিয়াকত আলি উপাচার্য,মিথিলা ফারুক সহকারী অধ্যাপক,জান্নাতুল নাইম প্রভাষক,শাহ্ আরিফ সিনিয়র অফিসার,হাসিনা এ্যাঞ্জেল সুলতানা,সিনিয়র অফিসার,দিলসাদ আরা উপ-পরিচালক বাংলাদেশ ইউসিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, প্রমুখ।
এই হেল্থ ক্যাম্পে উচ্চ রক্তচাপ,ডায়াবেটিক সহ অন্যান্ন রোগ নির্নয় করে সু-চিকিৎসা পদ্ধতি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here