নড়াইলের কালিয়া পৌর শহরের সামান্য বৃষ্টিতে পানি জমে জলবদ্ধতা

0
282

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
রোববার নড়াইলের কালিয়া পৌর শহরের সামান্য বৃষ্টিতে পানি জমে জলবদ্ধতা! পিয়ারী শংকর বালিকা বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে রোববার (১৩ মে) সকাল ১০টায় নড়াইলের কালিয়া পৌর শহরের সামান্য বৃষ্টিতে পানি জমে জলবদ্ধতা দেখা দেয়।এতে পথচারী ও স্কুলের ছাত্রছাত্রীদের চলাচলে জনদুর্ভোগের সৃষ্টি হয়।সরু ও অপরিস্কার ড্রেন দিয়ে পানিনিষ্কাসন না হয়ায় জনসাধারনের স্বাভাবিক চলাচলের ব্যাঘাত ঘটে। দ্রুত ড্রেন পরিস্কার ও এ জনদুর্ভোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফসিয়ার রহমানসহ সচেতন মহল মেয়রের আশু হস্তক্ষেত কামনা করেন। এপ্রসঙ্গে মেয়র মুশফিকুর নরহমান নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলের কালিয়া পৌর শহরের পিয়ারী শংকর বালিকা বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে শহরের জলবদ্ধতা দ্রুত সমাধানের।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here