উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় কর্তৃক নড়াইল সদর উপজেলাধীন এ বি এস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাঙ্গন ভিত্তিক মাদকবিরোধী শিক্ষাঙ্গনভিত্তিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (১৩ মে) পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এ অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মেজবাহ উদ্দীন ও শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, শাহানা আখতার, হীরা খানম, বিষ্ণুপদ ঘোষ, শামসুল আলম, নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস, সিপাই মহিবুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী স্বাগত বক্তব্যে বলেন, মাদকে আক্রান্তহয়ে যাচ্ছে কিশোররাও। মাদক এখন সিগারেটের মতো সহজলভ্য হয়ে যাচ্ছে। তবে, আমরা সম্প্রতি আশার আলো দেখতে পাচ্ছি। গত চার/পাঁচ মাস যাবৎ মাদকের অপব্যবহারের মাত্রা অনেক হ্রাস পেয়েছে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নিয়মিত টহল ও অভিযানের কারণে মাদকের ব্যবহার ইদানিং দেখা যাচ্ছে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণের রাতবিরাতে টহলদারি নিয়মিত বহাল রাখার জন্য তাদের ধন্যবাদ। নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বলেন, তোমরা আমাদের সন্তানের মতো। তাই আমরা তোমাদের আগলে রাখি, তোমাদের বোঝাতে আসি মাদকদ্রব্য কতো ভয়ঙ্কর ক্ষতিকর। মাদকদ্রব্য গ্রহণে মানুষ তার কর্মক্ষমতা হারায়, পড়ালেখা মনে রাখার ক্ষমতা হারায়, স্মৃতি নষ্ট হয়ে যায়, হৃদপি-, যকৃত, ফুসফুস অকেজো করে দেয়। মাদকদ্রব্য গ্রহণ করলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। নিয়মিত মাদক গ্রহণ করলে দৃষ্টিশক্তি লোপ পায়, মানুষ হিংস্র আচরণ করে এবং নানা রকম অপরাধে জড়িয়ে পড়ে। কেউ আর সবল ও স্বাস্থ্যবান হয়ে বেড়ে উঠতে পারে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেলা প্রশাসক, পুলিশ বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বড় কর্মকর্তা হতে চাইলে মাদক সেবন করা চলবে না। তোমরা আমার সাথে একমত হলে আসো আমরা মাদককে না বলি। এছাড়াও তুমুল করতালি ও মাদকের বিরুদ্ধে একাত্মতায় ছাত্রছাত্রীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান তিনি। উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী বিভিন্ন মাদকদ্রব্য ও এর উৎপাদনের স্থল, কি করে এগুলো বাংলাদেশে আসে, কি কি ভাবে প্রতিরোধ করা যায় ইত্যাদি প্রশ্ন রাখে। তন্মধ্যে অষ্টম শ্রেণীর ছাত্রী মেহনাজ সিদ্দিকা, সপ্তম শ্রেণীর ছাত্রী মারিয়া ইসলাম রিয়া, সপ্তম শ্রেণীর ছাত্র অভি সরকার ও মোসাম্মৎ হালিমা খানম উল্লেখযোগ্য। এক এক করে তাদের সকলের বৃদ্ধিদীপ্ত প্রশ্নের জবাব প্রদান করেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ। নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে মাদকদ্রব্যের ক্ষতি বিষয়ক বাধাই পোস্টার ও স্মারক মগ উপহার হিসেবে প্রদান করা হয় এবং ছাত্রছাত্রীদের মাঝে মাদকদ্রব্যের অপব্যবহারের কুফল বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
খবর ৭১/ এস: