লোহাগড়ার দিঘলিয়া ইউপির শোকের উপ-নির্বাচন ১৫মে

0
258

এসকে,এমডি ইকবাল হাসান,লোহাগড়া(নড়াইল):
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন মঙ্গলবার(১৫মে)। এ নির্বাচনকে শোকের নির্বাচনও বলা হচ্ছে। এ ইউনিয়নের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ দুর্বত্তদের ধারালো অস্ত্রের কোপে ও গুলিতে নিহত হওয়ার পরেই এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই এলাকার লোক এটিকে শোকের নির্বাচন বলছেন। ভোটাররা প্রকাশ্যে মুখ না খুললেও এ নির্বাচনে নিহত চেয়ারম্যানের শোক বিজয়ের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হতে পারে বলে ধারণা করছেন এলাকার মানুষজন। সেক্ষেত্রে নিহত চেয়ারম্যানের স্ত্রী নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী নীনা ইয়াছমিন শোকের সেই সহানুভূতি পেয়ে ভোটে বিজয়ী হতে পারেন।নিহত চেয়ারম্যানের ভাই মুক্ত রহমান বলেন,আমার ভাই এলাকার মানুষের উন্নয়নে কাজ করে গেছেন। সন্ত্রাস,মাদক,অনিয়মের বিরুদ্ধে কাজ করেছেন। তাই এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে ভোটাররা নৌকা প্রতিকে ভোট দিয়ে নীনা ইয়াছমিনকে বিজয়ী করবে। খোঁজ নিয়ে জানা গেছে,ভোটের মাঠে ক্ষমতাসীন দলের নৌকা প্রতিকের প্রার্থীর সামনে এখন বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে এ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আনারস প্রতিকের প্রার্থী ওহিদুর সরদার। ওহিদুর সরদার চেয়ারম্যান পলাশ হত্যা মামলার আসামী হয়ে জেল হাজতে রয়েছেন। সূত্র জানায়, আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী নীনা ইয়াছমিন(নৌকা প্রতিক), দিঘলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি স,ম ওহিদুর রহমান (আনারস প্রতীক), জাতীয় শ্রমিক লীগ লোহাগড়া উপজেলা শাখার সহ-সভাপতি সাহিদুল আলম (চশমা’ প্রতীক), বি,এন,পির প্রার্থী এস এম মাকছুদুল হক (ধানের শীষ প্রতীক) নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন । বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে নীনা ইয়াছমিন এবং ওহিদুর রহমান সরদার এর মধ্যে তুমুল লড়াই হবে। ওহিদুর সরদার জেল হাজতে থাকলেও তার সমর্থকরা কাজ করছেন। লোহাগড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here