খবর ৭১ঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার বিকেলে নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে স্থগিত হওয়া এ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, আগামী ১৮ জুন থেকে এ নির্বাচনের পুণরায় প্রচারণা শুরু হবে। ভোটগ্রহণ হবে আগের তফসিলেই।
আগামীকাল ১৫ মে গাজীপুর সিটি নির্বাচন হওয়া কথা থাকলেও গত ৬ মে এ নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ওই আদেশ দেন।
পরে গত বৃহস্পতিবার গাজীপুর সিটি নির্বাচন নিয়ে হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশ প্রত্যাহার করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ। আগামী ২৮ জুনের মধ্যে নির্বাচন করতে ইসিকে নির্দেশও দেন আদালত।
খবর ৭১/ইঃ