খবর৭১:প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা নিয়ে প্রজ্ঞাপনের দাবিতে দেশের প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়ে আজ বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পাশাপাশি বেলা ১১টা থেকে একটা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছেন তারা।
গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর।
তিনি বলেন, বারবার আশ্বাস দেওয়া হয়েছিল ৭ মের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, ৭ মে পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন জারি করা হয়নি। তাই আমরা কোটা প্রজ্ঞাপনের দাবিতে আগামীকাল (রবিবার) দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সকাল ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালন করব। আর এ বিক্ষোভ চলাকালে ১১ টা থেকে ১টা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
খবর৭১/জি: