হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নামকস্থানে ট্রেনের নিচে কাটা পড়ে রতন মিয়া (১২) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১১ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট-ঢাকা রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন মিয়া হবিগঞ্জ সদর উপজেলার ভবানিপুর গ্রামের তাহির মিয়ার পুত্র।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে রেললাইনে টেনে কাটা শিশুর লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেণ। #
খবর ৭১/ ই: