মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি ক্রস রোডে টমটমকে সাইট দিতে গিয়ে সিলেটগামী প্রাইভেটকার খাদে পড়ে ৫ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদেরকে উদ্ধারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, প্রাইভেটকারটি ঢাকা থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি ক্রস রোডে একটি টমটমকে সাইট দিতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন।
খবর ৭১/ ই: