উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে আইনশৃঙ্খলা রক্ষা ও নিয়ন্ত্রণকল্পে জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। শুক্রবার (১১ মে) সকাল ৮ ঘটিকায় নড়াইল জেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর আলিয়া মাদ্রাসা মাঠে এ সভার কার্যক্রম পরিচালিত হয়। নড়াইলের কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম, বিশেষ অতিথি সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্যরাসহ ওই এলাকার সমগ্র জনগণই ওই সভায় উপস্থিত ছিল। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথির সাথে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ সাহা প্রমুখ। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম তাঁর বক্তব্যে বলেন, নড়াইল জেলা বহু গুণীজনের জন্মভূমি। আর এই জেলার বাসিন্দাদের মারামারি, হানাহানি শোভা পায় না। কারণ বিশ্বের বুকে নড়াইলের কৃতি সন্তানেরা নড়াইল জেলার পরিচিতি লাভ করাতে সক্ষম হয়েছে। বিগত কয়েক মাস পূর্বে ওই এলাকায় একটি হত্যাকা-কে কেন্দ্র করে এলাকায় মারামারি, লুটতরাজসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ওই এলাকার জনগণ আর দ্বন্দ সংঘাতে লিপ্ত হবে না বলে পুলিশ সুপারের নিকট প্রতিজ্ঞাবদ্ধ হয়। সেই সাথে উক্ত হত্যাকা-ের ঘটনা আইনী প্রক্রিয়ায় সমাপ্ত হবে এবং পুলিশের পক্ষ থেকে যতটুকু সাহায্য করা সম্ভব তা করবে বলেও পুলিশ সুপার কথা দেন। ওই এলাকার ইউপি চেয়ারম্যানও জনগণকে ঐক্যবদ্ধ রেখে মারামারি হানাহানি থেকে বিরত রাখবেন বলেও ঘোষণা দেন।
খবর ৭১/ ই: