নীলফামারীতে ঝড়ের তাণ্ডবে নিহত ৭

0
320

খবর ৭১: নীলফামারীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মা-মেয়েসহ সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে জলঢাকা ও ডোমার উপজেলায় এ ঘটনা ঘটে। এরমধ্যে জলঢাকায় তিনজন ও ডোমারে চার ব্যক্তি নিহত হয়েছেন। ঝড়ে রাস্তাঘাটে গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্মপাল ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান জানান, রাতের কালবৈশাখী ঝড়ে জলঢাকা উপজেলার খুচিমাদা গ্রামের আলমের স্ত্রী সুমাইয়া (৩০) ও তার তিন মাসের মেয়ে মনি নিহত হন। এছাড়া পূর্ব শিমুলবাড়ী গ্রামের মমিনুর রহমানের ছেলে আশিকুর রহমান (২২) নিহত হয়েছেন।

অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা জানান, ডোমার উপজেলায় চারজন নিহত হয়েছেন। তারা হলেন- গোমনাতি ইউনিয়নের গনি মিয়া (৪০), কেতকিবাড়ী ইউনিয়নের আফিজা রহমান (৪০), ভোগদাবুড়ি ইউনিয়নের খোদেজা বেগম (৫০) ও জমিরুল ইসলাম (১২)।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, বৃহস্পতিবার রাতে ঝড়ের তাণ্ডবে এ হতাহতের ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here