একসঙ্গে ৩ পুরস্কার জিতলেন সালাহ

0
602

খবর ৭১: শেষ অঙ্কে এসে কিছুটা খেই হারালেও মৌসুমজুড়েই ত্রাস ছড়িয়েছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে স্বপ্নের অভিষেক মৌসুম কাটিয়েছেন তিনি। এখন পর্যন্ত করেছেন ৪৩ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৫টি।

মিসরীয় ফরোয়ার্ডের ডানায় চড়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে দলকে রেখেছেন তিনে। তার বাঁ পায়ের কারিকুরিতে মুগ্ধ ফুটবল বিশ্বের অনুরাগীরা। যার বদৌলতে এ জাদুকরের জনপ্রিয়তাও ক্রমশ ঊর্ধ্বমুখী। মিলছে একের পর এক সাফল্যের স্বীকৃতিও।

সদ্যই পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সালাহ। এবার তার হাতে উঠল একসঙ্গে তিন পুরস্কার। গেল বৃহস্পতিবার রাতটি বলা যায় তার ক্যারিয়ারে সবচেয়ে উজ্জ্বলতম ক্ষণ। কারণ এ রজনীতে তিনি জিতেছেন লিভারপুলের সেরা খেলোয়াড়, প্লেয়ার্স প্লেয়ার অব দ্য সিজন, ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার।

২৫ বছর বয়সী ফরোয়ার্ড প্রথম দুটি পুরস্কার বগলদাবা করেন লিভারপুলে। পরেরটি লন্ডনে। তাই ঘরের অনুষ্ঠান শেষ করে তাকে উড়াল দিতে হয় লন্ডনের উদ্দেশে। প্রাইভেট জেটেই সেখানে যান তিনি।

রেকর্ড ভোট পেয়ে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন সালাহ। এ পুরস্কার জেতার দৌড়ে দ্য ফারাওখ্যাত ফুটবলার পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডে ব্রুইনো এবং টটেমহাম হটস্পারের হ্যারি কেনকে।

এক রাতে তিন পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত সালাহ, এ মুহূর্তে লিভারপুল ছাড়ার কোনো পরিকল্পনা আমার নেই। এখানে আমার দারুণ সময় কাটছে, খুব ভালো আছি। আমাদের আরও বড় স্বপ্ন আছে। আপনারাই দেখছেন আমরা কতটা ভালো খেলেছি। সামনেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আছে। এখন সব মনোযোগ তাতেই।

দীর্ঘ ১৩ বছর পর মর্যাদার ইউরোপসেরা লিগের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে লিভারপুল, যা দেখানোর নায়ক সালাহ। আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে ফাইনালি লড়াইয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে অলরেডরা। ভাগ্যদেবী সহায় হলে এবার তা ঘরে উঠতে পারে ইংলিশ ক্লাবটিরও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here