ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

0
353

খবর ৭১:
ময়মনসিংহে বাস ও অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিল।

শুক্রবার (১১ মে) বিকেল ৩ টা ১৫ মিনিটে তারাকান্দা উপজেলার কাকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

সূত্রে জানা যায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা একটি গাড়ি ঢাকার দিকে যাওয়ার সময় ফুলপুরগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ ৫ জন নিহত ও পরে আরেকজন মারা যায়।

এদিকে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here