খবর ৭১ঃ বিভিন্ন সময়ে ঝড়ো মন্তব্য করে বেশ নজর কেড়েছেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ইন্টারনেট আবিষ্কার করেছে ভারত, অভিনেত্রী ডায়না হেডেনের মুখের গড়ন ও এবং গায়ের রঙ নিয়ে খোঁটা দেওয়া ইত্যাদির মাধ্যমে ভালোমতোই নিজের মুখ চিনিয়েছেন তিনি। এর পরও থেমে থাকেননি বিপ্লব। এবার কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ভিডিও-তে ৪৬ বছর বয়সী এই মুখ্যমন্ত্রীকে শ্রোতাদের উদ্দেশে বলেন, ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ রবিন্দ্রনাথ ঠাকুর তার নোবেল পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন।
ভারতের উদায়পুরে রবিন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিপ্লব দেব এ মন্তব্য করেন।
১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবিন্দ্রনাথ ঠাকুর। এরপর ১৯১৯ সালে জালিয়ানওয়ালা বাগ কাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন কবিগুরু।
অনেকে জানিয়েছেন, নাইট উপাধির সঙ্গে হয়তো নোবেল পুরস্কারের বিষয়টি গুলিয়ে ফেলেছেন বিপ্লব দেব। সেই জন্যই এমন মন্তব্য করেছেন তিনি।
খবর ৭১/ইঃ